Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

       

  জেলা মৎস্য দপ্তর,পটুয়াখালী তে আপনাকে স্বাগত

 "অভয়াশ্রম গড়ে তুলি    দেশি মাছে দেশ ভরি” এ শ্লোগান সামনে রেখে আগামী ২২ জুলাই হতে ২৮ জুলাই  জাতীয়  মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন হতে যাচ্ছে ।  দেশব্যাপীর ন্যয়  জেলা মৎস্য দপ্তর,পটুয়াখালীর আয়োজনে আগামী ২২জুলাই বর্ণাঢ্য র‌্যালিসহ  আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত র‌্যালিসহ আলোচনা সভায় আপনার সানুগ্রহ উপস্থিতি কামনা করছি ।শুভেচ্ছান্তে, জেলা মৎস্য কর্মকর্তা,পটুয়াখালী ।

২৫ সেমি বা ১০ ইঞ্চির নীচে ইলিশ যা জাটকা নামে পরিচিত ০১ নভেম্বর হতে ৩০ জুন পযন্ত আহরণ পরিবহন,ক্রয় বিক্রয়,বাজারজাতকরণ ,মজুদ করা,দখলে রাখা নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ ।                                                   সামুদ্রিক মৎস্য আইন ২০২০ ও সামুদ্রিক মৎস্য বিধিমালা ২০২৩ অনুযায়ী পটুয়াখালী জেলাধীন সমুদ্রগামী সকল আর্টিসনাল নৌযানের অনুমতি পত্র প্রদান করা হচ্ছে ।নৌযান মালিকদের অনুমতিপত্র গ্রহণের জন্য সংশ্লিষ্ট সিনিয়র উপজেলা / উপজেলা মৎস্য দপ্তরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো ।                প্রতি বৎসরের ন্যায় এ বৎসর ১৫ এপ্রিল হতে ১১ জুন পযন্ত মোট ৫৮(আটান্ন) দিন  বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন,সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোন প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ।