জেলা মৎস্য দপ্তর,পটুয়াখালী তে আপনাকে স্বাগত
জনাব মোঃ আলফাজ উদ্দীন শেখ, শ্রদ্ধাভাজন পরিচালক,মৎস্য অধিদপ্তর,বরিশাল বিভাগ, ১৮.০৮.২০২৫ অনুমানিক বিকেল ৪.১৫ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন । আমরা জেলা মৎস্য পরিবার ,পটুয়াখালী গভীরভাবে শোকাহত। মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই ।
২৫ সেমি বা ১০ ইঞ্চির নীচে ইলিশ যা জাটকা নামে পরিচিত ০১ নভেম্বর হতে ৩০ জুন পযন্ত আহরণ পরিবহন,ক্রয় বিক্রয়,বাজারজাতকরণ ,মজুদ করা,দখলে রাখা নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ । সামুদ্রিক মৎস্য আইন ২০২০ ও সামুদ্রিক মৎস্য বিধিমালা ২০২৩ অনুযায়ী পটুয়াখালী জেলাধীন সমুদ্রগামী সকল আর্টিসনাল নৌযানের অনুমতি পত্র প্রদান করা হচ্ছে ।নৌযান মালিকদের অনুমতিপত্র গ্রহণের জন্য সংশ্লিষ্ট সিনিয়র উপজেলা / উপজেলা মৎস্য দপ্তরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো ।
মো: কামরুল ইসলাম
জেলা মৎস্য কর্মকর্তা
পটুয়াখালী
মোবাইল নম্বর: ০১৭৬৯-৪৫৯৬১৪